Story

''On the Way to Housing Or Traveling to Ashuganj'' in the eye of Aqib Rafe (SSC 2009)

06-11-2018 Aqib Rafe (SSC 2009) 2 comments

চলুন এই ছোট্ট একটা লাইনের স্ট্যাটাসের পেছনে লুকিয়ে থাকা মলিন হাসির কাহিনী আলোচনা করা যাক... ছোটবেলা থেকে আশুগঞ্জের হাউজিং এ যারা বড় হয়েছে তারা ভোরের বেলা টিয়া পাখির ডাক শুনেছে,চড়ুইপাখির কিচিরমিচির ডাক শুনেছে,ছাদে উঠে ডাব গাছের সবুজ পাতায় বসে থাকা টিয়া পাখি দেখেছে ঝাকে ঝাকে,দূরে তাকিয়ে মেঘনা নদীর ঢেউ দেখেছে..সকাল বেলা নাস্তা করে কেউ একবার হলেও বাজারে গিয়ে একটা চক্কোর মেরেছে,সচেতন অথবা অবচেতন মনে বৈশাখী হোটেলের দিকে অবশ্যই তাকিয়েছে..কেউ গ্যালারীতে বসে নিজের ব্যাচ ম্যাট দের সাথে আড্ডা দিয়েছে আবার কোন লীগের আয়োজন হলে সীটে বসে জালির পেছনে দাঁড়িয়ে খেলা উপভোগ করেছে,দুপুরে শালিক পাখির ডাক শুনতে শুনতে আর গুনতে গুনতে ঘুমিয়েছে,বিকালে আযান দেয়ার সাথে সাথে বাইরে হাটতে বের হয়েছে,মাঝে মাঝে ময়াজ্জেম হুজুরের প্রক্সি হিসেবে আবুল হোসেন আযান দিতো...ও হ্যা আবুল হোসেন এর বারমিস আচার,কটকটি আর মধুবন চানাচুর বিক্রির দিনগুলো চোখ বন্ধ করলে ভেসে উঠে...যাজ্ঞে অনেকে মাঠে খেলাধুলা করেছে,আড্ডা দিয়েছে,সন্ধ্যে ঘনালেই গ্যালারীতে বসার জন্য আনসারের সাথে তর্ক করেছে(আর ৫ মিনিট একটু জিরাই ভাই) যদিও বাসার সোফায় বসা এর চেয়ে অনেক আরামদায়ক তবুও সিমেন্টের ঐ গ্যালারীর সাথে সবার ই এক অদ্ভুত রহস্যময় ভালোবাসা..সন্ধ্যের পর বাজারে এখানে সেখানে ছন্নছাড়া আড্ডা,কেউ রাস্তায় হেটে হেটে কথা বলেছে,কেউ শেষ রাস্তায় গোল করে বসে জেমস হাসান বাচ্চুর গানে গুন গুন করেছে,আবার কেউ ওয়াইড বলে সিক্স মেরেছে(রূপক ছিলো) যাই হোক.. রাত হয়ে যাওয়ার পর আবার পরিবেশ থমথমে, ৯.৫০ এ বাবা চাচাদের নাইট ডিউটিতে যাওয়ার জন্য গাড়ীর আওয়াজ শুনেছে,মাইক্রোর হর্ন শুনেছে,আরো গভীর রাতে পেচার ডাক শুনেছে ইত্যাদি ইত্যাদি...

অনেকেই এই সকল অনুভূতি থেকে বিচ্যুত,কারো বাবার চাকরী শেষ হয়ে ঢাকায় অথবা গ্রামের বাড়ীতে চলে গেছে,কেউ হয়তো বিদেশে সেটেল হয়েছে... আসল কথায় আসা যাক,আমি বা আপনি যখন তিশা সোহাগ BRTC রোয়েল কোচ উপকূল জয়েন্তিকা ইত্যাদিতে করে অথবা দেশের অন্য যে কোন প্রান্ত থেকে হাউজিং এর উদ্দেশ্যে রহনা দেই আর স্ট্যাটাস দেই On the way to Housing তখন আমাদের মনের ভেতর অসংখ্য অনুভুতি কাজ করে,সে এক পৈচাশিক আনন্দ কিন্তু ঠিক তার পেছনে আরো একটি পৈচাশিক কষ্ট দুঃখ হাহাকার কাজ করে মোবাইল অথবা পিসির সামনে বসে থাকা মানুষ গুলোর..তারা চাইলেও যেতে পারবে না হাউজিং এ,পারবে না ঐ সব অনুভূতি গুলো অনুভূত করতে, একটা দ্বীর্ঘ-শ্বাস ফেলে মুখে মলিন হাসি হেসে বলবে দ্যাট হেভেন অফ মাই লাইফ...

রবী ঠাকুরের ভাষায়, 'চেনা শোনার কোন বাইরে যেখানে পথ নাই নাইরে সেখানে অকারণে যায় ছুটে' মনীষী-গণ ঠিকই বলেছেন, আমার-ই ঘরে আমি মুসাফির দূরের মানুষ গুলোর কথা চিন্তা করে,প্রবাসী বন্ধু গুলোর কথা চিন্তা করে, অন্তঃত দুটি ঈদে না হয় নাই দিলাম, ON THE WAY TO HOUSING :) photo ref: https://www.facebook.com/photo.php?fbid=1110662758997561&set=g.100407416707896&type=1&theater&ifg=1


Comments

  • ABUL HASAN

    As salam and greetings. Thanks a lot to writer Aqib Rafe bro. Keep express more as you feel with positive way of thinking to inspire new generation in AFCCL colony and School. Well explain for memories there in Colony Life. Best wish to your more writing in many way. HASAN, 98 Batch (Business Studies) AFCCL School

    13-08-2018
  • Tanvir Mizan

    Good writing brother…become nostalgic.

    16-08-2018