"Gallery" in the eye of Al-Mahedi Hasan (SSC 2009)
দেখতে দেখতে হাউজিং এর আমাদের কলেজের ৪০ বছর পার হয়ে গেল। পূর্তি উদযাপন করব আর কয়েকদিন পরে। আমাদের কলেজ জীবনের অনেক স্মৃতির সাথে খেলাধুলার অনেক স্মৃতি জড়িত। আমরা যারা এখানটায় বড় হয়েছি আমাদের সবারই মাঠের সাথে নানাবিধ স্মৃতি জড়িত।যতটুকু মনে পড়ে ২০০০ সালের দিকে বা তার আগের দিককার ঘটনা, তখন আমরা যারা ছোট ছিলাম তখন আসরের আজান শোনার পরে মাঠে গিয়ে কোনো জায়গা পাওয়া যেত না। সবগুলো পিচ এই কোনোনা কোনো টিম আগে থেকে স্ট্যাম্প গেথে জায়গা দখল করে রাখত,মাগরিব এর আজান অবধি খেলা চলত,মাঝে মাঝে যারা পরে ব্যাট করত তারা অনেকে পুরো ব্যাটিং ও করতে পারতো না।তবুও সারাদিন স্কুল করার পরে এই ২ টি ঘন্টা যেন এক প্রশান্তি বয়ে আনতো মনের মধ্যে।
তারপর বড় কোনো ভেকেশন এ হাউজিং এ বড় ভাইয়ারা লীগ ছাড়ত,প্রথমে একটু ক্রিকেট লীগ নিয়ে কথা বলি,বিশেষ করে আগের সিক্স এ সাইড লীগের কথা না বললেই নয়।খুব জমজমাট হতো আমাদের স্কুল মাঠের এই লীগ।প্রতি দলে ৬ জন করে খেলোয়াড়, ৫ ওভারের খেলা,৫ ওভার আলাদা আলাদা ৫ জন কে বোলিং করা লাগতো।সিক্স এ সাইড আসলে ছিল ব্যাটসম্যান দের খেলা,আরেকটা রুলস ছিল যেই ব্যাটসম্যান ৩৬ রান করতো সে রিটায়ার্ড, পরে দলের সবাই যখন আউট হতো সে ব্যাটিং করার সুযোগ পেত,একা একা ব্যাটিং ও ছিল,কোন কোন খেলায় ১০০,১২০ রান হয়ে যেত ৫ ওভার এ,আবার চেস ও হয়ে যেত।তখন গ্যালারি গুলো ও থাকত জমজমাট।কিছু কিছু টিম এর খেলা এখনো মনকে নাড়া দেয়।ব্যাচ ৯৮(বাংলাদেশ ১),ব্যাচ ৯৯,জন্মভূমি,ব্যাচ ০৪,বন্ধুজুটি,বাংলাদেশ ২,সূর্যতরুন,ব্যাচ ০৬,ব্যাচ ০৭,ব্যাচ ০৯(আমাদের টীম),DX(ব্যাচ ১০),ব্যাচ ১১ এই টিমগুলো র খেলা আমাদের অনেকেরই নজর কেরেছে(আমার উনাদের খেলাদেখার ভাগ্য হয়েছিল)।পরবর্তীতে আমরা অনেক টি-১০,টি-২০ লীগ ও উপভোগ করেছি,এখন যদিও আগের মত খেলার আমেজ পাওয়া যায় না।
অবশেষে প্রাণের খেলা ফুটবল নিয়ে কিছু কথা না বললেই নয়।আমাদের স্মৃতির অনেক অংশ জুড়েই আছে হাউজিং মাঠে ফুটবল খেলার অজস্র স্মৃতি।আমরা যারা অতটা ভালো ফুটবল খেলতে পারতাম না,তারা হয়তো গ্যালারিতে বসে খেলা দেখে,খেলোয়াড়দের উতসাহ দিয়ে পুষিয়ে নিতাম খেলার মজা,আর ফুটবল লীগ মানেই আলাদা উদ্দীপনা,আলাদা উত্তেজনা বিরাজ করতো। সবাই যার যার মতো করে সবচেয়ে বেস্টটীম টাই গুছিয়ে নিতো।ছোটো বার,বড় বার, মিনি বার কোনো খেলাতেই উত্তেজনার কমতি ছিল না।অনেক টীমমেট দের মাঝে মনোমালিন্য, রেশারেশি ও কম হয় নাই,কিন্তু দিনশেষে সবাই আমরা বড় ভাই,ছোটভাই,বন্ধুবান্ধব।অনেক খেলা উপভোগ করেছি,অনেক কামব্যাক দেখেছি,অনেক অঘটন দেখেছি আমরা সকলেই।আমাদের হাউজিং থেকে অনেক বড় খেলোয়াড় উঠে ও এসেছে।আমরা যারা ৯০ এর দশক এর ছেলেপেলে আমরা এই সকল উত্তেজনা সবচেয়ে বেশি উপভোগ করেছি।কিছু টিম এর কথা না বললেই নয় যাদের খেলা আমাদের সকলকেই আনন্দ দিয়েছে,ব্যাচ ৯৬,ব্যাচ ৯৮,ব্যাচ ৯৯,ব্যাচ ০৫(চিলি),DX এমনই কিছু টীম।আজো এইসকল দিনগুলোর কথা মনে হলে মনটা কেমন যেন করে উঠে,এখনো ফাকা গ্যালারিতে বসে অই স্মৃতিগুলো রোমন্থন করি,মনে হয় যেন আবারো যদি সেই পুরোনো দিনগুলোতে ফিরে যেতে পারতাম।খুব মিস করি,খুব খুব..আবারো যদি কিশোর বেলার দিনগুলোতে ফিরে যেতে পারতাম... (বি:দ্র: আমার নিজস্ব মতামতগুলো গুছিয়ে লিখার ক্ষুদ্রপ্রয়াসমাত্র, কোনো ভুলত্রুটি হলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন) ref: photo credit Aqib Rafe